আজ ৫ই মে, ২০২৪, রাত ১১:৫৬

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির চাপাঁয় মোটরসাইকেল চালক নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন ।

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় মো. ফরহাদ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বৃহস্পতিবার (১২ আগষ্ট) বেলা ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই অসীম।

নিহত ফরহাদ হোসেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম দক্ষিণ পাড়ার জামাল উদ্দিনের পুত্র প্রত্যক্ষদর্শী জানান, ফরহাদ মোটরসাইকেল নিয়ে চৌদ্দগ্রাম বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের নানকরা রাস্তার মাথার এলাকায় গতি কমিয়ে চালানোর সময় বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা যমুনা পরিবহনের বাস মোটরসাইকেলে আঘাত করে। এ সময় ফরহাদ হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। তাৎক্ষণিক দ্রুতগামী লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

ফরহাদ হোসেনের মামা জয়নাল আবদিন বলেন,ফরহাদকে গত ১৫ দিন আগে মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। এর মধ্যে সে দুর্ঘটনা কবলিত হয়ে আহত হওয়ার পরে মোটরসাইকেলটি লুকিয়ে রাখা হয়। আজ সকালে তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি শেষে লুকিয়ে রাখা মোটরসাইকেলটি বের করে দিলে চৌদ্দগ্রাম আসার পথে দুর্ঘটনায় মারা যায়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, নিহত ফরহাদের মরদেহ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। অভিযান চালিয়ে ফরহাদকে চাপা দেওয়া লরিটি জব্দ করা হয়েছে। লরির চালক এবং হেলপার পালিয়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১