আজ ১৯শে এপ্রিল, ২০২৫, সকাল ১১:১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে মাটিখেঁকোদের বিরুদ্ধে প্রশাসনের সাড়াশি অভিযান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে খালের মাটি কাটার অভিযোগে কাশিনগর ইউনিয়নের যুগিরকান্দি ও জয়মঙ্গলপুর এবং উজিরপুর ইউনিয়নের শামুকসার এলাকা থেকে ৬ জনকে আটক ও মাটি কাটায় নিয়োজিত ৪টি এক্সকাভেটর ধ্বংস করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টে ৪ জনের কাছ থেকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানগুলো পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন আজকের কুমিল্লাকে জানান, জেলা প্রশাসক মহোদয় পাহাড় কাটা, নদীর পাড় কাটা এবং মাটির উপরের স্তর ধ্বংসকারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমরা সেই নীতি অনুযায়ী কাজ করে যাচ্ছি। মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসন তার কঠোর অবস্থান অব্যাহত রাখবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০