আজ ২১শে ডিসেম্বর, ২০২৪, রাত ১০:১৩

কুমিল্লার চান্দিনায় প্রায়২৩ কেজি গাঁজাসহ ৩ মহিলা আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনা থেকে ২২.৩ কেজি গাঁজাসহ তিনজন মহিলা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,এর একটি আভিযানিক দল ১১ ফেব্রুয়ারি চান্দিনা উপজেলার রারিরচর (কাঠের পোল) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২.৩ কেজি গাঁজাসহ তিনজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।


আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ঝারবাড়ি গ্রামের টুনু মিয়ার স্ত্রী হাজেরা বেগম(৫০), একই গ্রামের মৃত জহিরুল ইসলামের স্ত্রী রাবেয়া আক্তার (৪২) এবং মোঃ নজরুল ইসলামের স্ত্রী কুলছুম আক্তার (৩৫)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১