ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানচাপায় তহিরুল ইসলাম তরুণ (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ অক্টোবর)বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেল্বাশহর এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত তহিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি চান্দিনায় অবস্থান করে বিভিন্ন কাঁচামালের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দিয়ে মহাসড়কের পাশে থামানো একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী তরুণ নিহত হন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী (টিপু) বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।