আজ ২৯শে এপ্রিল, ২০২৪, রাত ৮:৩৩

কুমিল্লার গৌরীপুরে প্রসূতি মৃত্যুর অভিযোগে হাসপাতাল সিলগালা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার গৌরীপুরে প্রসূতি মৃত্যুর অভিযোগে ভিক্টোরিয়া হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা এ আদেশ দেন।
গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম (শোভন) বলেন, প্রসূতি মৃত্যুর অভিযোগে ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে আসি। এসময় কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়াও হাসপাতালে নেই ডাক্তার-নার্স। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, নির্বাহী কর্মকর্তার নির্দেশে হাসপাতালটি সাময়িক সিলগালা করা হয়েছে।
এর আগে ১৮ নভেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের আক্তার হোসেনের স্ত্রী লাকি আক্তারকে (৩৩) ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. সিফাত হোসেন রত্না তাকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করান। সন্তানটি সুস্থ থাকলেও ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে লাকি আক্তার মারা যান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০