কুমিল্লায় ১৬ হাজার নেশা জাতীয় বড়ি উদ্ধারসহ একজন গ্রেপ্তা
কুমিল্লাপ্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ১৫ হাজার ৯০০ নেশা জাতীয় ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল থেকে বাগরাগামী সড়কে গেল রাতে অভিযান চালায় পুলিশ। এসময় একটি সিএনজি অটোরিক্সা আসতে দেখে সংকেত দিলে চালক সিএনজি অটোরিক্সাটি থামায় এবং ডিবি পুলিশ চিনতে পেরে সিএনজি অটোরিক্সার দু যাত্রী দৌঁড়ে পালিয়ে যায়। পরে সিএনজি চালিত অটোরিক্সার চালক মোঃ সফিককে (৩২) আটক করে। সে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের বাসিন্দা। সিএনজির অটোরিক্সাটি তল্লাশী করে ভিতরে পিছনের সিটের পিছনে মালামাল রাখার স্থানে একটি কাগজের কার্টুন এর ভিতরে থেকে নিষিদ্ধ ১৫ হাজার ৯০০ নেশা জাতীয় ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারসহ অটোরিক্সাটি জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সিএনজি চালক মোঃ সফিক পালিয়ে যাওয়া দুজন ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর এলাকার জসিম (৪৫) ও মোঃ সেলিম (৫০) বলে জানায়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দিবাকর রায়, সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ ফোরকান, সজীব বড়ুয়া অভিযানে নেতৃত্বে দেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।