আজ ১৬ই নভেম্বর, ২০২৪, সকাল ১১:৪৬

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রােবটিক্স ও প্রােগ্রামিং কর্মশালা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২২ এর অংশ হিসেবে রােবটিক্স ও প্রােগ্রামিং এ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) জেলার শিল্পকলা একাডেমীতে এই সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এটুআই, আইসিটি বিভাগের যুগ্মসচিব ও যুগ্ম প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে কুমিল্লাকে এগিয়ে নিতে স্কুল শিক্ষার্থীদের মাঝে রােবটিক্স ও প্রােগ্রামিং প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য কেন্দ্রে আসা সেবা প্রত্যাশীদের তথ্য সরবরাহ করতে ইতোমধ্যে রোবট তৈরি শুরু করা হয়েছে। রোবটটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ টাকা।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, অর্থ বিভাগের উপ সচিব রশনারা লাবনী, আইসিটি বিভাগের উপ সচিব জাকির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি নাজমা আশরাফি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০