কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠি
তাপস চন্দ্র সরকার কুমিল্লা প্রতিনিধি।
কর্মের মাঝেই গণমাধ্যম কর্মীদের ঈদ আনন্দ এ শ্লোগান সামনে রেখে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বুধবার ১২ জুলাই সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে গণমাধ্যম কর্মীদের ঈদ আনন্দ অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্ব এবং সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদি মাহমুদ পারভেজ সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ এ সময় কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দসহ কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা
এ সময় বক্তারা বলেন ঈদ মানেই ছুটি ঈদ মানেই আনন্দ ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে উৎসব আনন্দে মেতে ওঠে তবে ঈদে প্রিয় মানুষকে কাছে পেয়ে সবাই আনন্দে মেতে উঠলেও এই উৎসবে ছুটি মেলে না হাজারও মানুষের পেশাগত দায়িত্ব পালনে তৎপর থাকতে হয়।
তাদের দায়িত্বের বোঝা নিয়ে উৎসব আনন্দের ঊর্ধ্বে থেকে চলে তাদের ঈদ আনন্দ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সবাই যখন ঈদের খুশি ভাগাভাগিতে ব্যস্ত তখন গণমাধ্যম কর্মীদের ঈদ আনন্দ চলে পেশাগত দায়িত্বের মধ্যে দিয়ে যারা গণমাধ্যমে কাজ করে তারা নিজেকে সবসময় প্রস্তুত রাখে কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গিয়ে নিউজ কভারেজ করার আমরা যারা মফস্বলে কাজ করি।
তাদের আসলে ওভাবে ছুটি নেওয়া হয় না ঈদের দিনও নিজেকে প্রস্তুত থাকতে হয় তথ্য পাওয়া মাত্রই যেন নিউজ কভারেজ করে অফিসে পাঠাতে পারি এ ছাড়াও কোনো ঘটনায় লাইভ করতে হয় কখন সেভাবেই নিজেকে প্রস্তুত রাখতেই হয় বক্তারা আরও বলেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন ঐক্যের কোন বিকল্প নেই।