আজ ১৭ই মে, ২০২৪, দুপুর ১:২৮

কাউন্সিলরসহ জোড়া খুন দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদালতে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাসহ জোড়া খুনের মামলার এজাহারনামীয় আসামি সোহেল ওরফে জেল সোহেল ও আসামি সায়মনকে পাঁচ দিনের রিমান্ড শেষে রবিবার বিকেলে আদালতে তোলা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণের জন্য ওই আসামিরা আদালতে ছিল। এর আগে ডিবি হেফাজতে রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে ওই আসামিরা ১৬১ ধারায় পুলিশের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। জেলা ডিবির এলআইসি টিমের প্রধান এসআই পরিমল চন্দ্র দাস সাংবাদিকদের এসব তথ্য জানান।

জানা গেছে, গত ৬ ডিসেম্বর রাতে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে এ মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে সোহেল ওরফে জেল সোহেল (২৮) এবং মামলার ১০ নম্বর আসামি একই এলাকার মৃত সামছুল হকের ছেলে সায়মন ওরফে মুহুরী সায়মনকে (৩০) গ্রেফতার করা হয়।

পরদিন বিকেলে তাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জেলা ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের রবিবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আমলী আদালতে তোলা হয়।

জেলা ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়া সাংবাদিকদের জানান, রিমান্ডে থাকা অবস্থায় ওই দুই আসামি ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে পুলিশের নিকট ১৬১ ধারায় জবানবন্দী দিয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১