নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।
সাংবাদিকদের কাজ শুধু সংবাদ লেখা না, সংবাদের পাশাপাশি সামাজিক দায়িত্বও তাদের পালন করতে হয়। আর এ ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করে আসছে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা। সাংবাদিক সমিতি কুমিল্লা একদিকে যেমন নিজেদের পেশাগত উন্নতির জন্য , সুস্থ সাংবাদিকতা বিকাশের জন্য তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে তাদের প্রস্তুত করে তোলে । অপর দিকে দেশের যে কোন ক্রান্তিকালে অসহায় , বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোঁটায়। যে কোন সামাজিক প্রয়োজনে প্রতিনিয়ত কাছে পাওয়া যায় সাংবাদিক সমিতি কুমিল্লাকে। কুমিল্লা সাংবাদিক সমিতি জেলার অন্যান্য পেশাজীবী সংগঠন গুলোর জন্য একটি উদাহরণ। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে কুমিল্লা নগরীর ক্যাপসীকাম পার্টি সেন্টারে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,ইফতার ও সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমীন রীমার প্রয়াত আব্বার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক সান মেডিকেল সার্ভিসেস কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আবদুল লতিফ বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সফিকুর রহমান কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী ,পেইজ ডেভলাপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক অধ্যাপক লোকমান হাকিম,বাপা কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কুমিল্লার সিনিয়র সহ সভাপতি খায়রুল আহসান মানিক ও ধন্যবাদ জ্ঞাপন করেন,সহসভাপতি ওমর ফারুকী তাপস। আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন ও মুনাজাত পরিচালনা করেন সাংবাদিক সমিতি কুমিল্লার নির্বাহী সদস্য মাওলানা আবু হানিফ মজুমদার।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ জেলা ৮ এর সাবেক গর্ভনর এড. খোরশেদ আলম, কুমিল্লা আইডিয়েল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, উদীচী কুমিল্লার সংগঠক শেখ ফরিদ, আওয়ার টাইমের স্টাফ রিপোর্টার মাহবুব আলম বাবু,৭১ টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, স্পাইসি টিভির সিনিয়র রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, জি টিভির প্রতিনিধি সেলিম মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,দৈনিক নয়া দিগন্তের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী।
দৈনিক বুড়িচং ব্রাহ্মনপাড়া পত্রিকার সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, নিউজ ২৪ এর কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন,দৈনিক যুগান্তরের কুমিল্লা প্রতিনিধি আবুল খায়ের,সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন অসীম,দৈনিক কালের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান দৈনিক মানবকন্ঠের কুমিল্লা প্রতিনিধি তারিকুল ইসলাম তরুণ, কুমিল্লা গ্রেটার অন লাইনের সম্পাদক এমদাদুল হক সোহাগ, দৈনিক আমাদের কুমিল্লার সিনিয়র স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু,স্টাফ রিপোর্টার,জসিম উদ্দিন চৌধুরী,এন কে রিপন।
তৈয়বুর রহমান সোহেল,আবু সুফিয়ান রাসেল, রুবেল মজুমদার, জহিরুল হক বাবু, মো. শরীফ, সাইমুম ইসলাম অপি, মহি উদ্দিন আক্কাস,শেয়ার বিজের কুমিল্লা প্রতিনিধি মনির হোসেন,সমতট কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল,সদর দক্ষিণ প্রেস ক্লাবের সভাপতি শাহ ফয়সাল কারীম,চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা ,সাপ্তাহিক লালমাই বার্তার সম্পাদক জহিরুল ইসলাম,লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মনপাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দৈনিক অধিকারে কুমিল্লা প্রতিনিধি রাসেল,বাংলার আলোড়নের স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম,সংবাদ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দি ,দৈনিক শিরোনাম ও আরটিভির ফটো সাংবাদিক সুমন আহমেদ, ফটো সাংবাদিক জুয়েল খন্দকার ,কুমিল্লা টিভির সোহেল প্রমুখ।