আজ ১৯শে নভেম্বর, ২০২৪, সকাল ৬:৩২

আত্মগোপনে থাকা শিব্বির আহমেদকে উদ্ধার করলো কোতোয়ালী থানা পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরিফ রববানী, ময়মনসিংহ থেকে।

ময়মনসিংহে টাকা চেয়ে না পেয়ে বাবা-মার সঙ্গে অভিমান করে নিখোজ হাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের পর ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি-শাহ্ কামাল আকন্দ সহযোগিতায় মঙ্গলবার দুপুরে পরিবার কাছে শিব্বির আহমেদ’কে খুজে বের করে পরিবারের কাছে বুঝিয়ে দেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, টাকা চেয়ে না পেয়েই ছেলেটি বাবা-মার সঙ্গে অভিমান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হয়, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদ।

এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাকে উদ্ধারে ছড়িয়ে পড়ে একের পর এক সংবাদ। এই সংবাদটি ওসি শাহ্ কামাল আকন্দের দৃষ্টি গোচর হলে, কোতোয়ালী পুলিশ এক ছায়া তদন্ত নামে প্রযুক্তি মাধ্যমে অনেক খোঁজাখুঁজি পর শিব্বিরের ফোনের সূত্র ধরেই দিনাজপুরে তার সন্ধান পায় কোতোয়ালি থানা পুলিশ। পরবর্তীতে শিব্বির কে উদ্ধার করে তার পরিবার কাছে হস্তান্তর করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০