আজ ২৮শে এপ্রিল, ২০২৪, সকাল ৭:৪৬

আগামী ১৯ ডিসেম্বর বিজয় দিবস কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

আগামী ১৯ ডিসেম্বর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিজয় দিবস কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ।এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাব অডিটোরিয়ামে প্রেস কন্ফারেন্সের আয়োজন করা হয়।কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও কুমিল্লা স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সহযোগিতায় এ টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ টুর্ণামেন্টে জেলার প্রায় ১৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টে ৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো- ধর্মসাগর একাদশ, গোমতী নদী একাদশ, রাণীরকুঠি একাদশ ও শালবন বিহার একাদশ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিজয় দিবস মিডিয়া কাপের আহ্বায়ক, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির চেয়ারম্যান তাওহিদ হোসেন মিঠু, দৈনিক আজকের কুমিল্লা ও দৈনিক পূর্বাশার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা ব্যুরো দেলোয়ার হোসেন জাকির,দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল খায়ের ও এসএ টিভির প্রতিনিধি আবু মুসা।

প্রেস ব্রিফিংয়ে দল ও খেলোয়াড় পরিচিতি তুলে ধরা হয়।
(১)🇧🇩ধর্মসাগর একাদশে 🏆টিম ম্যানেজার হিসেবে রয়েছেন ইয়াসমিন রীমা (ডেইলি নিউ এইজ), ব্যাটিং কোচ হিসেবে সাদিক মামুন ( দৈনিক ইনকিলাব/প্রতি সময়), বোলিং কোচ হিসেবে দিলীপ মজুমদার (সাপ্তাহিক বিবর্তন), পরামর্শক হিসেবে নজরুল ইসলাম দুলাল ( ডেইলি অবজারভার), সহকারি কোচ হিসেবে সহিদ উল্লাহ ( দৈনিক পূর্বাশা) , হুমায়ুন কবীর রণী (একুশে টিভি) এবং জসিম উদ্দিন কনক ( দৈনিক কুমিল্লার আলো) রয়েছেন।

ধর্মসাগর একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমতিয়াজ আহমেদ জিতু (দৈনিক আজকের কুমিল্লা )। অন্য খেলোয়াড়রা হলেন ফারুক মেহেদী ( দৈনিক আজকের পত্রিকা), এম মোশাররফ হোসেন (বাংলাদেশ প্রতিনিধি- ফক্স নিউজ), শামীম মজুমদার (এসিস্ট্যান্ট নিউজ এডিটর- ঢাকা পোস্ট), মো: নাছির উদ্দিন (বার্তা টোয়েন্টি ফোর), খোকন চৌধুরী (এটিএন নিউজ), কামাল উদ্দিন (দৈনিক সমকাল), খালিদ বিন নজরুল ( ডেইলি স্টার), মুন্সি কামাল আতার্তুক মিসেল (দৈনিক ইনকিলাব), রাজিব আহমেদ (আমাদের সময় ডট কম), আরিফ মজুমদার (বাংলা টিভি)।

এড.সুদীপ সাহা (দৈনিক পূর্বাশা), মো: আলাউদ্দিন ( দৈনিক পূর্বাশা), ইসতিয়াক আহমেদ (চ্যানেল বাংলাদেশ), এইচ এম মহিউদ্দিন (মেঘনা টিভি ),সালাহউদ্দিন সোহেল (দৈনিক আজকের কুমিল্লা) জহিরুল ইসলাম বাবু (দৈনিক আজকের পত্রিকা), আশিকুর রহমান (জাগরণী টিভি), অমিত মজুমদার (ঢাকা পোষ্ট), রিয়াদ ওবায়েদ উল্লাহ (দৈনিক পূর্বাশা), আবরার আল দাইয়ান (ডেইলি বাংলাদেশ মিরর),আব্দুল মোতালেব নিখিল (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), বি এম মহিউদ্দিন মন্টি।

(চ্যানেল বাংলাদেশ), শরীফুল ইসলাম (দৈনিক আজকের পত্রিকা), ইয়াসির আরাফাত (আজকের কুমিল্লা- ময়নামতি মেডিকেল কলেজ), মাহবুবুল আলম আরিফ -( আজকের পত্রিকা-মুরাদনগর), তৈয়বুর রহমান সোহেল (বাংলানিউজটোয়েন্টি ফোর/ বিজনেস স্ট্যান্ডার্ড), আব্দুল্লাহ আসিফ (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), রাসেল (চ্যানেল বাংলাদেশ), রুবেল আহমেদ (চ্যানেল বাংলাদেশ), সোহান আহমেদ (চ্যানেল বাংলাদেশ), বাপ্পি (চ্যানেল বাংলাদেশ), উজ্জ্বল (চ্যানেল বাংলাদেশ), ইবনুল হাসান রায়হান (মেঘনা টিভি), অজয় সাহা (চ্যানেল বাংলাদেশ), সাকিব আল হেলাল ( সকালের কুমিল্লা), সাইফুল (মেঘনা টিভি)।

(২)🇧🇩রানীরকুঠি একাদশে🏆 টিম ম্যানেজার হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম ( দৈনিক বাংলার আলোড়ন), প্রধান পরামর্শক হিসেবে রয়েছেন লুৎফুর রহমান (দৈনিক ইত্তেফাক) ও সাইয়িদ মাহমুদ পারভেজ ( দৈনিক ইত্তেফাক), ব্যাটিং কোচ হিসেবে মীর শাহলম ( দৈনিক জনকন্ঠ), বোলিং কোচ হিসেবে কাজী এনামুল হক ফারুক ( ৭১ টেলিভিশন), সহকারি কোচ হিসেবে রয়েছেন মোতাহের হোসেন মাহবুব ( দৈনিক শিরোনাম), মাহবুব আলম বাবু ( ডেইলি আওয়ার টাইম) ও রাবেয়া বেগম ( বিটিভি) ।

এই টিমে অধিনায়ক হিসেবে রয়েছেন তাওহিদ হোসেন মিঠু (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি/ মোহনা টিভি)। অন্য খেলোয়াড়রা হলেন তামজিদ হোসেন লিপু – (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), সাইফ উদ্দিন রণী (দৃষ্টান্ত), মাহফুজ আনোয়ার সৌরভ (বর্তমান প্রতিদিন), সেলিম রেজা মুন্সী (জিটিভি), নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন) শাহ ইমরান (যায় যায় কাল), এমদাদুল হক সোহাগ ( কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), লিমন (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), (বিপ্লব হাসান (বর্তমান প্রতিদিন), হাসান ফরহাদ (কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি), মান্নান কবির (পথিকৃৎ কুমিল্লা), শামসুল আলম রাজন (কুমিল্লার বার্তা), রুবেল মজুমদার।

(দৈনিক আমাদের কুমিল্লা), এস এম মনির (দৈনিক সমাজ কন্ঠ), আকিবুল হারেছ ( দৈনিক ভোরের কলাম), জাহিদুর রহমান ( চ্যানেল টোয়েন্টি ফোর), কাজী শামীম- কুমিল্লার কাগজ, আবুল বাশার রানা (জনতার বার্তা), জামাল উদ্দিন দামাল (সমতটের কাগজ), সৈয়দ আহমেদ লাভলু- বুড়িচং বি পাড়া সংবাদ, শাকিল মোল্লা- দীপ্ত টিভি ,ইকরাম হোসেন হদয়, সৈয়দ রাজিব- দৈনিক সংবাদ (মুরাদনগর) , রেজাউল করিম রাসেল – ডেইলি স্টেইট, মহিউদ্দিন ভূইয়া( দৈনিক সংবাদ প্রতিদিন ), মেহরাব হোসেন।

অপি- ভোরের সূর্যোদয়, আল এমরান- চ্যানেল এ, জহিরুল ইসলাম রাসেল- এশিয়ান এইজ, কাইয়ুম (কুমিল্লা টোয়েন্টি ফোর), রকি জয় হাসান- সমাজকন্ঠ, তরিকুল ইসলাম তরুণ,- আমাদের অর্থনীতি, আবু সুফিয়ান – দৈনিক আমাদের কুমিল্লা , সোহাগ (ক্যামেরাপার্সন- একাত্তর টিভি), সাইফুল ইসলাম অপু (উচ্চকন্ঠ), শাহীন আলম ( কুমিল্লার পেপার), তুহিন আহমেদ (বাংলার আলোড়ন) এবং মোস্তাফিজুর রহমান ( বাংলার আলোড়ন)।

(৩)🇧🇩গোমতী নদী একাদশে 🏆টিম ম্যানেজার হিসেবে রয়েছেন নীতিশ সাহা ( দৈনিক শিরোনাম), প্রধান কোচ হিসেবে ওমর ফারুকী তাপস ( সিটিভি ডট কম), ফিল্ডিং কোচ হিসেবে গাজীউল হক সোহাগ, ব্যাটিং কোচ হিসেবে তরুনাভ চৌধুরী ( দৈনিক রূপসী বাংলা), বোলিং কোচ হিসেবে এম সাদেক ( প্রথম আলো), সহকারি কোচ হিসেবে জানে আলম দুলাল ( দৈনিক ভোরের কাগজ )

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০