গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের কোনাবাড়ীতে শিশু নাসিব বাবুকে (৭) অপহরণের ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। নাসিব বাবু রংপুর জেলার কোতোয়ালি থানার শাহপাড়া গ্রামের মশিউর রহমান এর ছেলে।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক শওকত ইমতিয়াজ জানান , গতকাল সোমবার (২ আগষ্ট ) সকাল সাড়ে ৮ টা সময় কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ফরমান আলীর দোকানের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর পরিবারের পক্ষ থেকে গতকাল দুপুরে থানায় অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ শিশু টিকে উদ্ধারে অভিযানে নামে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রায়েরটেক এলাকা থেকে শিশু টিকে উদ্ধারসহ দুই অপহরণ কারীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রংপুর সদর থানার পুটিমারী গ্রামের রুস্তম আলীর ছেলে শাহ আলম (২৮) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট লক্ষীপুর বড়বাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেন প্রধানের ছেলে কামাল হোসেন প্রধান (৪৫)। এবিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপহরণ মামলা করেন ওই শিশুটির পরিবার।
(সূত্র কর্পোরেট সংবাদ)