আজ ২৩শে নভেম্বর, ২০২৪, রাত ১১:৩৫

অজ্ঞান হয়ে পড়া সেই রিকশা চালকের পরিবারকে এসপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দিলো ওসি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ময়মনসিংহ থেকে আরিফ রববানী।

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টদার ইউনিয়নের অজ্ঞান হয়ে পড়া রিকশা চালক মোকছেদ (৪০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু বরণ করার পর পুলিশ সুপার আহমার উজ্জামানের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক অনুদানের সহায়তা দিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

বুধবার (১লা সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

উল্লেখ্য-ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের কাউনিয়া গ্রামের (আব্বাস ডাক্তার মোড়) এর বাসিন্দা মোঃ মোকছেদ (৪০) রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করার তাগিদে গত ৩১ আগষ্ট রিকশা চালিয়ে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়া হলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এমন অবস্থায় মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামানের মানবিক দৃষ্টি পড়ে অসহায় পরিবারটির দিকে। পরিবারটির পাশে থাকতে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। পুলিশ সুপারের সেই আর্থিক সহায়তা তার পরিবারের নিকট হস্তান্তর করেন কোতোয়ালী মডেল থানার ওসি-শাহ কামাল আকন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০