আজ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৩:৫৬

স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন। চাঁদাবাজি মাদকে জড়িত কাউকে সদস্য করা যাবে না- এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বাঙ্গালী জাতি এ যাবতকালে গৌরবময় যা কিছু পেয়েছে তা বঙ্গবন্ধু ,আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাধ্যমেই পেয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে। পদের ছেয়ে সংগঠনকে বেশী ভালোবাসতে হবে।

২৩ বছর দলে পদবঞ্চিত ছিলাম,সংগঠন থেকে দূরে সরে যাইনি। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া আদর্শের সংগঠন। বঙ্গবন্ধু চেতনা ধারন করে শেখ হাসিনার আদর্শের একজন কর্মী হয়ে মানুষের কল্যানে কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকে জড়িত কাউকে সংগঠনের সদস্য করা যাবে না। আমরা কাউকে চাঁদাবাজির শিক্ষা দেইনি।
গতকাল সোমবার (৮ নবেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিনেতুন্নেছা মুজিব ফ্লোরের সভাকক্ষে আয়োজিত কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্যসংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এ কথা বলেন।


কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল আলম নাফা, প্রতিবন্ধি উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকু, সহ-প্রচার সস্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদস্য এড.জাহেদুল আলম জাহিদ, রাজিব সাহা ।

সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের আগে গতকাল সোমবার বিকেল ৩ টায় একই স্থানে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে কেন্দ্রিয় নেতৃবৃন্দ দিক নির্দেশনা প্রদান করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০