আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪, ভোর ৫:৩১

সাংবাদিক হাবিব আল-জালাল এর জানাযা ও দাফন সম্পন্ন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিশেষ প্রতিনিধি।।

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল-জালাল কে জানাযা শেষে সোমবার সকাল ১০টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের বলারামপুর কেন্দ্রীয় ঈদগাহের পাশে গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, পাড়া প্রতিবেশী ও তার আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন থেকে কিডনি, হার্ট ও ডায়াবেটিস জনিত রোগের কারণে কয়েকদিন আগে কুমেক হাসপাতাল সহ নগরীর একাধিক হাসপাতালে আইসিইউতে রেখে চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়া হয়। ১ আগষ্ট রোববার সন্ধায় ঢাকায় একটি বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তার মৃত্যুতে কুমিল্লায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কুমিল্লা
প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার,এল জি আর ডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, দ্যা সাউথ এশিয়ান টাইমস, দ্যা নিউ এজ এর কুমিল্লা ব্যুরো চিফ ইয়াসমিন রীমা, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক শিরোনামের সম্পাদক নীতিশ সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস,পথিকৃত কুমিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মান্নান কবির ভূইয়া, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার কথা দেলোয়ার হোসেন জাকির, দৈনিক আজকের কুমিল্লা পএিকার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক বর্তমান পএিকার সম্পাদক ও প্রকাশক, কুমিল্লা ২৪ টিভির চেয়ারম্যান তাওহীদ হোসেন মিঠু, কুমিল্লা কন্ঠের সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর কুমিল্লা জেলা প্রতিনিধি গাজীউল হক সোহাগ, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম মজুমদার দুলাল, দৈনিক ইনকিলাব পএিকার জেলা প্রতিনিধি ও প্রতিসময়ের সম্পাদক ও প্রকাশক সাদিক হোসেন মামুন, সিনিয়র সাংবাদিক এম সাদেক, দৈনিক আজকের জীবন পরিবারের পক্ষ থেকে নেকবর হোসেন, পথিকৃত কুমিল্লা পত্রিকার প্রধান সম্পাদক মোঃ সুমন কবির ভূইয়া, দুনীতি সন্ধানের কুমিল্লা জেলা প্রতিনিধি ও খবরের সন্ধানে সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম,স্বদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি ও আলোকিত কুমিল্লার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সুমন, দৈনিক যুগান্তর পএিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবুল খায়ের, দৈনিক দেশপ্রতিক্ষণ কুমিল্লা প্রতিনিধি মনির হোসেন, দৈনিক সকালের সময় কুমিল্লা জেলা প্রতিনিধি আমেনা বেগম শিউলি, ম্যাক নিউজ সম্পাদক রাকিবুল ইসলাম রানা, দৈনিক দেশের কন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি ফেরদৌস মিঠু, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি জহিরুল হক রাসেল, দৈনিক বুড়িচং ব্রাহ্মণপাড়া সংবাদ পএিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহম্মদ লাভলু, দৈনিক ভোরের কাগজের তিতাস উপজেলা প্রতিনিধি হালিম সৈকত, জাগো কুমিল্লার সম্পাদক ও প্রকাশক অমিত মজুমদার, প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০