আজ ২২শে ডিসেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭:১৯

শ্রদ্ধা ও ভালোবাসায় বীর মুক্তিযোদ্ধা শফিউল বশর ভান্ডারীকে স্মরন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

হালিম সৈকত তিতাস থেকে।

কুমিল্লার তিতাস উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এড. শফিউল বশর ভান্ডারী’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

২৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে ৪ টায় তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে উপজেলার বড় গাজীপুর অস্থায়ী কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডেপুটি এ্যার্টনি জেনারেল বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শফিউল বশর ভান্ডারী স্মরণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি মো. মাফুজ শিকদার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সী মজিবুর রহমান, উপজেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. নাছির উদ্দীন, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, বলরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, মজিদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার।
সাধারণ সম্পাদক মাহবুব আলম রিপন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, উত্তর জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম কাজল, যুবলীগ নেতা জামাল ভূঁইয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন ভুঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মুন্সি শামসুদ্দিন আহম্মেদ সাগর, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি ও সজীব আহমেদ রুপম প্রমূখ।

এর আগে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা শাখার নেতৃবৃন্দ। সেখানেও কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজ সিকদার, সাধারণ সম্পাদক মাহবুব আলম রিপন, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য হালিম সৈকত, নাঈম সরকার ও সুমন প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১