আজ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৩:২৫

শেষ ওভারের রোমাঞ্চে দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়ে কলকাতাকে জেতালেন সাকিব।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ডেস্ক নিউজ।

বল হাতে কৃপণতা দেখানোর পর ব্যাট হাতে অপরাজিত থেকে কলকাতাকে কোয়ালিফাইয়ে তুললেন সাকিব আল হাসান। প্লে-অফে সাকিব-নারাইনদের দুর্দান্ত পারফরম্যান্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল নাইটরা।

শারজাহতে আগে ব্যাট করতে নেমে এদিন ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে কোহলির দল। জবাবে ব্যাট করতে নেমে ২ বল আগে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।

কলকাতার ৬ উইকেট পতনের পর সাকিব যখন ব্যাটিংয়ে নামেন দলের জয়ের জন্য তখন রান দরকার ছিল ১৪ বলে ১৩। সেই সমীকরণ শেষ ওভারে দাঁড়ায় ৭ রানে। শেষ ওভারের প্রথম বলেই ডেনিয়েল ক্রিস্টিয়ানকে পেছনে স্কুপ করে শর্ট থার্ড ম্যানের মাথার উপর দিয়ে বাউন্ডারি হাঁকান। এতেই জয়ের সমীকরণ সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত দুই বল আগেই জিতে যায় নাইটরা। উইনিং রান আসে সাকিবের ব্যাট থেকেই।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬ বলে ৯ রান করেন সাকিব। অধিনায়ক মরগান ৭ বলে ৫ রানে অপরাজিত থাকেন। এছাড়াও কলকাতার হয়ে এদিন সর্বোচ্চ রান করেন শুভমন গিল। ১৮ বলে ২৯ রান করেন এই ওপেনার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০