আজ ১৫ই অক্টোবর, ২০২৪, ভোর ৫:৫২

শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় ভাড়া বাসা চলছে দেহ ব্যবসা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ শহরের আঠারবাড়ী বিল্ডিং এলাকায় ঢাকায় অবস্থানকারী দুই ভাইয়ের মালিকানা তিনতলা বাড়ি নীচতলা জনৈক মাসুদ ভাড়া নিয়ে আবাসিক এলাকায় আসমা নামের মহিলা যৌনকর্মী রেখে দেহ ব্যবসা করানোর এলাকার পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এলাকার স্কুল কলেজ পড়োয়া ছেলে ও যুবকরা ঐ বাসা আসা-যাওয়া করছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, বলাশপুর আবাসন এলাকার বাসিন্দা আসমা ও তার দুই ভাই মাসুদ ও রিদয় সম্প্রতি বাসাটি ভাড়া নিয়ে বাসায় মেয়ে এনে দেহ ব্যবসা করাচ্ছে। ময়মনসিংহ শহরের আঠারবাড়ী বিল্ডিং এলাকায় ৭ নং মদন বাবু রোডের বাসা ভাড়া নিয়ে আসমা, মাসুদ ও রিদয় বিভিন্ন স্থান থেকে মেয়ে এনে বাসায় রেখে দেহ ব্যবসা করায়।

এর আগে এই চক্রটি এশাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছে। গত ৪ মাসে তারা তিনদফা বাসা পরিবর্তন করেছে। আমলাপাড়া থেকে গিয়েছিল সিটি করর্পোরেশনের কাছে। সেখান থেকে এলাকাবাসী বিদায় করার পর বাড়ির মালিক ঢাকায় অবস্থান করায় ৭ নং মদন বাবু রোডে বাসাটি মাসুদ ভাড়া নেন। তার পর থেকে শুরু করেন দেহ ব্যবসা। তবে রাত ১১ টার পর ভাড়া বাসায় আসমা, মাসুদ ও রিদয় কেহ থাকেনা। তারা নিজ বাসা আবাসন পল্লীতে এসে যায়।

পাশেই সোনার দোকানের মালিক জানান, বাসার নীচতলায় স্থানীয় লোকজনসহ অপরিচিত লোকজনের আসাযাওয়া রয়েছে। ইতিমধ্যে এলাকার কিছু যুবক বাসায় গিয়ে এসকল ব্যবসা বন্ধ করার জন্য বলে এসেছে। পরে তাদেরকে ৩ হাজার টাকা দিয়ে বিদায় করে দেয়। একেবারেই এটি একটি আবাসিক এলাকা।
রাস্তার পাশে পান।

দোকানী জানান, প্রতিদিন অপরিচিত লোকজন এসে বাসাটির কথা জিজ্ঞাসা করে। পরে মাসুদ বা রিদয় এসে লোকদের বাসায় নিয়ে যায় একেবারেই জনবহুল ও আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসার ফলে যুব সমাজ যেমনি বিপথগামী হচ্ছে তেমনি এলাকার সুনাম নস্ট হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১