আজ ১৫ই অক্টোবর, ২০২৪, ভোর ৫:১৯

মুরাদনগরে ৩৫০০ কওমি মাদ্রাসা শিক্ষার্থী পেল করোনার টিকা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর থেকে।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৪০ টি কওমি মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫ শত শিক্ষার্থীকে কোভিডের ফাইজার টিকা দেওয়া হয়েছে।

রোববার সকাল থেকে উপজেলা সদরের দারুল উলূম উম্মুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয় উপজেলার ১৪০টি কওমি মাদ্রাসার মধ্যে সকাল ৯ টায় থেকে ১ হাজার ৭শ’ জন ছাত্রী ও দুপুর ২ টা থেকে ১ হাজার ৮’শ ছাত্রকে টিকা দেওয়া হয়। শিক্ষার্থীরা বাস ও অটোরিক্সা (সিএনজি) করে উপজেলা সদরে এসে টিকা গ্রহন করে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, ১২ থেকে ১৮ বছরের নিচের বয়সের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হয় ফাইজার বায়ো এনটেবের টিকা ২০ ডিগ্রি তাপমাত্রায় দিতে হয় বলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত দারুল উলূম উম্মুল কোরআন মাদ্রাসাকেই বাছাই করা হয়। এর জন্য সেখানে ৩ টি বুথ এবং প্রতিটি বুথে ৩ জন করে ৯ জন ভ্যাকসিনেটর ছিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১