নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লা মহানগরীর গর্জণখোলা আরামবাগ কুটির সত্ত্বাধিকারী মরহুম হাজী আব্দুর রশীদ সাহেবের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল আয়োজন করেন তাঁরই পুত্র দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সফিকুর রহমান সফিক, ঠিকাদার আতাউর রহমান ছুটি।
এসময় মহানগরীর এলাকার গন্যমান্য, আত্মীয় স্বজন, পাড়াপ্রতিবেশী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন খানকায়ে বখশীয়া দরবার শরীফের পীর মোঃ ইউনুছ গাফফারীয়া। গর্জণখোলা মদিনাতুন জামে মসজিদের ইমাম হাফেজ ওমর ফারুক।