নিজস্ব প্রতিবেদক।
সামান্য দিনমজুর ওমর ফারুক শান্ত তাঁর ১০ মাসের প্রসূতি স্ত্রী কুলসুম বেগমকে নিয়ে যেতে হবে হাসপাতালে। কিন্তু লকডাউনে যে কোনো গাড়ি নেই!
অসহায় শান্ত ফোন দিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো নেজাম উদ্দীন, পিপিএমকে। জানালেন স্ত্রীর এই কঠিন সময়ে গাড়ির জন্য হাসপাতালে নিতে পারছেন না।
এই একটি ফোনেই শান্তর সমস্যার সমাধান হয়ে গেল। আজ শনিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার ঘটনা এটি।
ফোন পেয়েই ওসি নেজাম পিপিএম থানার ডিউটি অফিসার এসআই আফরোজা চৌধুরী ও কনস্টেবল আনিসকে রুমে ডাকলেন। বললেন মানবিক বিবেচনায় ওই প্রসূতিকে সাহায্য করতে। এজন্য তাদের তিনি নিজের গাড়ি নিয়ে যেতে বলেন।
এরপর টিম কোতোয়ালির সদস্যরা ছুটে যান যাত্রী ছাউনিতে থাকা সেই কুলসুমের কাছে। ওসির গাড়ি করে তাঁকে পৌঁছে দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
শান্ত চট্টগ্রামের পটিয়ার চিবাতলী গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
(সূত্র আলোকিত চট্টগ্রাম)