আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ১:২৮

মাদক সেবনে বাধা দেয়ায় লাকসামে এক ইউ‌পি সদস্য আওয়ামীলীগনেতাকে কু‌পি‌য়ে হত্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মাদক সেবনে বাধা দেয়ায় লাকসামে এক ইউ‌পি সদস্য আওয়ামীলীগনেতাকে কু‌পি‌য়ে হত্য

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় লাকসাম মুদাফরগঞ্জ দ‌ক্ষিণ ইউ‌পি সদস্য আওয়ামীলীগনেতা আবুল কা‌শেমকে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে মাদক‌সেবীরাবৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লাকসাম মুদাফরগঞ্জ শ্রীয়াং গ্রামে এ ঘটনা ঘটে নিহত হলেন- মুদাফরগঞ্জ দ‌ক্ষিণ ইউ‌পির শ্রীয়াং ৮নংওয়া‌র্ডের মেম্বার মো: আবুল কাশেম (৪৫) তিনি মুদাফরগঞ্জ শ্রীয়াং দক্ষিণপাড়ার ইসাক মিয়ার ছেলে।

কুমিল্লা লাকসাম থানার এসআই চন্দন সরকার জানান বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার লাকসাম মুদাফর গঞ্জ দ‌ক্ষিণ ইউ‌পির শ্রীয়াং এলাকায় স্থানীয় যুবক দের মাদক সেবনে বাধা দেয় আবুল কাশেম মেম্বার আর এত ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্থানীয়রা মেম্বার কাশেমকে গুরুত্বর আহতাবস্থায় লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেম্বার কাশেমকে মৃত ঘোষণা করেন লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান- লাকসামে মাদক আড্ডাসহ মাদক কেনা বেচা বন্ধে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ মাদকনিমূলে প্রশাসনের কাযকর পদক্ষেপ নেই বলেই এ নৃশংস ঘটনা ঘটেছে বলে দাবী এলাকাবাসির নিহত মেম্বার আবুল কাশেম মুদাফরগঞ্জ দ‌ক্ষিণ ইউ‌পির শ্রীয়াং ৮নংওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন লাকসাম থানার ওসি মাহফুজ আহমেদ জানান এ ঘটনায় জড়িতদের পুলিশ দ্রুত আইনের আওতায় আনবে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরণ করা হবে এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১