আজ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪, সন্ধ্যা ৬:৩৮

ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ডাকাত আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মোঃ বাবুল রানা ভোলা থেকে।

ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের একটি বিশেষ টিম।

বুধবার ভোররাতে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুই সদস্য হলো মো. হাসান (৫৫) ও মো. রাকিব (২৫)। তাঁরা দুজন গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার কুখ্যাত ডাকাত মহসিন বাহিনীর সক্রিয় সদস্য। এছাড়াও কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মহসিন বাহিনীর প্রধান মহসিনসহ তাঁর দলের অন্যান্য সদস্যরা।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি দেশীয় পিস্তল ৪টি রামদা ৫টি দেশীয় দা ১টি দেশীয় কুড়াল ৬টি টর্চ লাইট ১টি বাইনোকুলার ৩টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম ১টি দেশীয় অস্ত্রের ব্যারেল ২টি পাইপ ১০টি স্প্রিং ১টি ফায়ারিং পিন ১টি ড্রিল মেশিন ২টি এ্যাডজাস্টেবলস ৩টি হাতুড়ি ২টি হ্যাকসো ব্লেড, ৩টি করাত ও ডাকাতি কাজে ব্যবহ্নত ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০