আবদুল্লাহ আল মামুন:
জেলাপ্রশাসক কার্যালয়ে মাসিক এনজিও সমন্বয়সভা গত রবিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সভার সভাপতিত্ব করেন ফেনী জেলা “এডিসি রাজস্ব”। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা “এডিসি সার্বিক জেনারেল”। সভায় এইড কুমিল্লার সমগ্র বংলাদেশের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন করেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক জনাব রোকেয়া বেগম শেফালী। বর্তমানে ফেনী জেলায় এইড কুমিল্লার লিগ্যাল এইড বিষয়ক আইনী সেবা নিশ্চিতে “প্রমোটিং পিস এন্ডা জাস্টিস” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং মাইক্রোক্রেডিট এর তিন টি শাখা চলমান রয়েছে।
প্রেজেন্টেশন শেষে উপস্থিত সকলে এইড কুমিল্লার কার্যক্রমের প্রশংসা করেন।সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার বিভিন্ন বিষয় নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন প্রায় ৩৫ টি এজনিও’র প্রতিনিধি। সভায় প্রধান অতিথির বক্তব্যে “এডিসি সার্বিক” বলেন – সমাজের উন্নয়নমূলক কাজে এনজিও এর ভূমিকা বর্তমানে লক্ষ্যনীয়। এভাবে কাজ করে যেতে পারলে উন্নয়ন এর জোয়ার আসবেই।