ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুর জেলা পুলিশকে গাড়ি উপহার দিলেন এফবিসিসিআই পরিচালক ফরিদপুর জেলা পুলিশকে একটি গাড়ি উপহার দিয়েছেন টেকনো মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি। শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গাড়ির চাবি ও কাগজ হস্তান্তর করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের কাছে।

এ সময় অন্যদের মধ্য ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মো: খায়ের মিয়া ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল প্রমুখ।
এ সময় ড. যশোদা জীবন দেবনাথ বলেন, প্রত্যন্ত এলাকায় পুলিশি টহল ব্যবস্থা জোরদার এবং জনগণের পুলিশি সেবা নিশ্চিত করার জন্য গাড়িটি ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এ সময় জেলা পুলিশের সব রকমভাবে তার সাহায্য সহযোগিতা সামনের দিনেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(সূত্র খোলা কাগজ)