আজ ৩১শে অক্টোবর, ২০২৪, দুপুর ১২:২০

পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি আটক করলো গোয়েন্দা পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

সীমান্ত পার হয়ে আসা পিকভর্তি শাড়িসহ একজনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ
সোমবার দিবাগত রাত আড়াইটায় জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী বাজার এলাকা থেকে পিকআপ ভর্তি এই শাড়ি আটক করা হয় এ সময় পিকআপের চালক আমড়াতলী এলাকার মোঃ ইমরান হোসেন (২৮) গ্রেফতার করা হয়।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কায়েস আকন্দ ওসি আবুল কায়েস আকন্দ জানান গত কয়েক দিন আগে জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ডাকাতের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি। সোমবার দিবাগত রাত আড়াইটায় অভিযানকালে সীমান্ত থেকে আসা একটি পিকআপ ভ্যানকে দেখে থামতে ইশারা করি পরে পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩১ বস্তায় ১৬শ ৫৮ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়।

যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পিকআপ ভ্যানের চালক ইমরান জানান, এ শাড়ি পাচারের সাথে ছাওয়ালপুর মোঃ বিল্লাল হোসেন(৪২) ও কাপ্তান বাজার এল মোঃ অপু(৩৮) জড়িত। আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। মঙ্গলবার আটক ইমরানকে আদালতে প্রেরণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১