আজ ১৬ই সেপ্টেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭:১৯

পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নির্ধারণে ৫নং পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুরে দলীয় প্রার্থী নির্ধারণে মহানগর আওয়ামী লীগের সভাকক্ষে কুমিল্লা সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।


আলোচনা সভা শেষে এমপি বাহার গনতান্তিক প্রক্রিয়ার মনোনয়ন প্রত্যাশী ৩ জননেতার মধ্যে সরাসরি ভোটের আয়োজন করেন। উপস্থিত কাউন্সিলররা গোপন ভোটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাছান রাফি রাজুকে দলীয় প্রার্থী হিসেবে সর্বাধিক সমর্থন জানান।

পরে হাছান রাফি রাজুকে তৃণমূল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম পাঠানোর সিদ্ধান্ত হয়
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন
২৩ বছর দলের পদে ছিলাম না একদিনের জন্যও আওয়ামী লীগ ছেড়ে যাইনি। আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ করি নাই। এমপি হওয়ার পরও দলীয় পদ না থাকায় ৮ বছর আওয়ামী লীগ অফিসে যেতে পারেনি। দলে পদ পাওয়ার পর আগে দলের স্বপ্নের ঠিকানা দলের জন্য আন্তরজার্তিক মানের অফিস বানিয়েছি।


কুমিল্লার আওয়ামী লীগ আজ অতীতের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী ও সুসংগঠিত। আমরা দলের নেতৃত্ব পাওয়ার পর পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে কর্মী সৃষ্টি করেছি। সংগঠনকে শক্তিশালী করেছি। নৌকার মালিক শেখ হাসিনা। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসারের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর।

মহাগনর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০