আজ ১৮ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৪:৪১

নোয়াখালী সোনাইমুড়ীতে ৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মো মনির হোসেন।

নোয়াখালী সোনাইমুড়ীতে ৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন সংক্রান্তে পুলিশ সুপার, নোয়াখালী এর প্রেস ব্রিফিং উল্লেখিতো মামলার বাদী মােঃ ওমর ফারুক (৩৩),পিতা জাফর আহম্মেদ, সাং দক্ষিন আবিরপাড়া (আজগর ব্যাপারী বাড়ী),১ নং ওয়ার্ড,থানা – সােনাইমুড়ী,জেলা- নােয়াখালী থানায় হাজির হইয়া বিবাদী তার ২য় স্ত্রী নূরজাহান আক্তার নুপুর (২৩)এর বিরুদ্ধে অভিযােগ দায়ের করেন যে,বিবাদী বাদীর ১ ম স্ত্রীর গর্ভের সন্তান মােঃ আব্দুল্লা আল নাফিজ (৮)কে ইং -০৭/০৮/২০২১ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.১৫ ঘটিকা হইতে ০৬.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় সু-কৌশলে হত্যা করিয়াছে। উক্ত অভিযােগের প্রেক্ষিতে সূত্রোক্ত মামলা রুজু করিয়া তদন্তভার পুলিশ পরিদর্শক (তদন্ত)জিসান আহমেদ এর অর্পণ করা হয়। তিনি তদন্তভার গ্রহণ করিয়া পুলিশ সুপার নোয়াখালীর প্রয়ােজনীয় দিক নির্দেশনা মােতাবেক দক্ষতার সহিত অভিযান পরিচালনা করিয়া এজাহারনামীয় আসামী নূরজাহান আক্তার নুপুর’কে ইং -০৮/০৮/ ২০২১ তারিখ সকাল ০৯.৩৫ ঘটিকার সময় তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন এবং ঘটনাস্থল হইতে হত্যায় ব্যবহৃত ০১ টি বালিশ, ০১ টি কথা , এক বােতল টাইলস পরিস্কার করার ভিক্সল সহ প্রয়ােজনীয় আলামত উদ্ধার পূর্বক জব্দ করেন । গ্রেফতারকৃত আসামী নূরজাহান আক্তার নুপুর কে নানা কৌশল অবলম্বন করিয়া জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভিকটিম মােঃ আব্দুল্লা আল নাফিজ কে ঠিকমতাে খাওয়া দাওয়া না দিয়া ঘটনার দিন বিকালে ঘরের মধ্যের রুমে খাটের উপরে শারীরিকভাবে নির্যাতন করিলে ভিকটিম ধীরে ধীরে নিস্তেজ হইয়া গেলে বিবাদী তাহার উপরে একটি কথা দিয়া ঢাকিয়া সে পাশের মামা শ্বশুরের ঘরে গিয়া গল্পগুজব করে বলে স্বীকার করে । তাছাড়া বিবাদী হত্যার ঘটনার সহিত জড়িত মর্মে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করিয়া সিআরপিসি আইনের ১৬৪ ধারা মতে স্বীকারােক্তিমূলক জবানবন্দী প্রদান করে । উল্লেখ্য যে , বাদী ১ ম স্ত্রীর সাথে ২০১৮ সালে তাহাদের মধ্যে ডিভাের্স হইয়া যায় এবং বাদীর ছেলে ভিকটিম মােঃ আব্দুল্লা আল নাফিস তখন থেকে বাদীর কাছে থাকে । ১ ম স্ত্রীকে তালাক প্রদানের কয়েকদিন পর বাদী বিবাদী নূরজাহান আক্তার নুপুর কে বিবাহ করেন । বিবাহের সময় বাদী তাহার ২ য় স্ত্রীর নিকট ছেলের কথা গােপন রাখে । বিবাদী বাদীর বাড়ীতে আসিয়া ১ ম সংসারের ছেলে মােঃ আব্দুল্লা আল নাফিজ কে দেখিয়া তাহাকে সহ্য করিতে না পারিয়া কারনে অকারনে মারপিট করিত । পরবর্তীতে বাদী তার ছেলে আব্দুল্লা আল নাফিজ কে সােনাইমুড়ী থানাধীন আমিশাপাড়া সাকিনস্থ হানারবাগ এতিমখানায় রাখিয়া লেখাপড়া করায় । বাদীর ছেলে উক্ত এতিমখানা থেকে পবিত্র ঈদ – উল আযহা উপলক্ষ্যে বাড়ীতে আসিলে বিবাদী বাদীর ছেলেকে দেখিয়া বাদীকে গালমন্দ সহ ছেলেকে কারনে অকারনে মারপিট করে । ইং -০৭ / ০৮ / ২০২১ খ্রিঃ তারিখ দুপুরে খাওয়া দাওয়ার পর ভিকটিম ঘরের মধ্যের রুমে ঘুমাইয়া পড়ে এবং বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় বাদী তাহার ছেলেকে ঘুম থেকে উঠাইয়া বিবাদীর সাথে ঘরে থাকার জন্য বলিয়া পুকুরে মাছের খাবার দিতে যায় । পরবর্তীতে রাত্র ০৮.৩০ ঘটিকার সময় বাদী বাড়িতে আসিয়া তাহার ছেলেকে ডাকাডাকি করিলে তার কোন সাড়া শব্দ না পাইয়া বাদী ঘরে প্রবেশ করিয়া তাহার ছেলে ভিকটিম মােঃ আব্দুল্লা আল নাফিজকে মৃত অবস্থায় খাটের উপর দেখিতে পায় । বাদীর ছেলের মৃত্যুর সংবাদ পাইয়া সােনাইমুড়ী থানা পুলিশ বাদীর বাড়ীতে উপস্থিত হইয়া লাশের সুরতহাল রিপাের্ট প্রস্তুত করিয়া লাশ ময়না তদন্তের জন্য নােয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন । 2 এছাড়াও চলতি মাসে সােনাইমুড়ী থানার মামলা নং -০১,তাং -০১/০৮/২০২১ খ্রিঃ ,ধারা – নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশােধনী / ০৩)এর ৯ (১)/ ৯ (৩) মামলার এজাহারনামীয় ০২ জন এবং ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা ০২ জনকে মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় এবং তাহারা নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে সিআরপিসি আইনের ১৬৪ ধারা মতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি প্রদান করে । 9 গত ইং -০৬ / ০৮/২০২১ তারিখ ৩০০(তিন শত)পিচ ইয়াবা সহ ০২(দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতারপূর্বক তাহাদের বিরুদ্ধে সােনাইমুড়ী থানার মামলা নং -০৯ ,তাং -০৬ /০৮ / ২০২১ খ্রিঃ ,থারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)সারণি ১০ (ক)রুজু করতঃ তাদের বিজ্ঞ আদালতে সােপর্দ করা হয় । 9 সােনাইমুড়ী থানার মামলা নং -১০,তাং -০৭/০৮/২০২১ খ্রিঃ ,ধারা – নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশােধনী /03)এর ৯(১)/৯(৪)(খ)এর আসামীকে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সােপর্দ করা হয় ।

মাননীয় পুলিশ সুপার মহোদয় খুব দ্রুততম সময়ের মধ্যে মামলাগুলোর চার্জশিট দাখিল কারা হবে মর্মে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০