আজ ১৫ই অক্টোবর, ২০২৪, ভোর ৫:৪১

দেবীদ্বারে বেপরোয়া ট্রাক্টর কেড়ে নিল বৃদ্ধার প্রাণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার উখারী গ্রামে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত হয়েছেন রোববার বিকেল ৫টায় দেবীদ্বার উপজেলার উখারী ভূঁইয়া বাড়ির আব্দুল বারেক ভূঁইয়ার স্ত্রী রাবেয়াা খাতুন(৬০) ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, মাধাইয়া- বরাট সিএনজি স্টেশন হতে রাজামেহার সিএনজি স্টেশন সড়কের উখারী এলাকায় রোববার বিকালে একটি দ্রুতগামী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ওই বৃদ্ধা গুরুতর আহত হন। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মাধাইয়া এলাকায় মারা যান। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এ দূর্ঘটনায় বৃদ্ধা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ নবী হোসেন।
দুর্ঘটনার পর পর স্থানীয়রা ট্রাক্টরের চালক জুবায়েরকে আটক করে চুলাশ বাজারে নিয়ে যান। পরে স্থানীয় একটি মহল দেন দরবার করে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, দূর্ঘটনার বিষয়টি রাত ৭টায় অবগত হয়ে উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠাই। নুরুল ইসলাম আসার পরই ওই দূর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারব।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১