আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ১:৫৯

দেবিদ্বার থানার ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ০৬ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

গোলাম কিবরিয়া।

মাননীয় পুলিশ সুপার কমিল্লা মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ দেবিদ্বার থানা সাহেবের নেতৃত্বে দেবিদ্বার থানা এস আই, এ এস আই ও ফোর্সদের সমন্বিত বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ৬ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করা হয়।

সিআর- ১২/২১ মূলে মোঃ আবুল কাশেম(৫২) পিতা- মৃত হোসেন খান সাং ভানী থানা দেবিদ্বার জেলা কুমিল্লা সিআর ১২/২১ মূলে মোঃ ফারুক(২৮) পিতা আবুল কাশেম সাং ভানী থানা দেবিদ্বার জেলা কুমিল্লা সিআর ১২/২১ মূলে মোঃ সুমন(২৩) পিতা আবুল কাশেম সাং ভানী থানা দেবিদ্বার জেলা কুমিল্লা সিআর- ১০৯/২০ মূলে সাহেব আলী পিতা মৃত ফজলু মিয়া।

সাং আতাপুর থানা দেবিদ্বার জেলা কুমিল্লা সিআর ১০৯/২০ মূলে মামুন পিতা সাহেব আল সাং আতাপুর থানা দেবিদ্বার জেলা কুমিল্লা সিআর ২০৮/২১ মূলে নজরুল ইসলাম পিতা মৃত আজগর আলী সাং উজানীকান্দি থানা দেবিদ্বার জেলা কুমিল্লা গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১