আজ ১৫ই অক্টোবর, ২০২৪, সকাল ৬:১১

দাগনভূঞা প্রেসক্লাবের উদ্যোগে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

Share on facebook
Share on twitter
Share on linkedin

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা প্রেসক্লাবের উদ্যোগে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদুর্ভাব মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে পৌর শহরেরর জিরো পয়েন্ট এলাকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এম.এ.তাহের পন্ডিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওমর ফারুক খাঁন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাবেক সভাপতি নূরুল আলম খাঁন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহমেদ হিমেল,বাজার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক নাজমুল হুদা ইস্কান্দার, সদস্য সচিব ইফতেখার শিবলু, আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ, পৌর কাউন্সিলর জিয়া উল হক। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ সম্পাদক নাজমুল খান, কোষাধ্যক্ষ মোঃ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, আতাতুর্ক স্কুল মার্কেটের ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কাউছার, প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বাহাদুর, সদস্য অর্জুন দাস, নিমাই মজুমদার, আলাউদ্দিন আল হাসান, তোবারক হোসেন সোহেল, তাহেরুল ইসলাম, তাপস রায় ও আবদুল্লাহ রুবেল রিপোর্টার্স ইউনিটির ধর্ম বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, সদস্য জিয়া উল হক পিন্টু প্রমুখ।

এসময় বক্তারা দাগনভূঞা প্রেসক্লাবের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে জনসচেতনতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করায় ও এধরনের
সামাজিক জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান বক্তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১