আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, সিএইচসিপি ও সাংবাদিকদের অংশগ্রহণের ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়রিয়া, বাল্য বিবাহ, ও কোভিড-১৯ এর উপর সচেতনতামূলক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম।
সিভিল সার্জন অফিস বাস্তবায়নে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রণালয়ের আয়োজনে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ফেনী সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল মোহন, দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. সালেহ উদ্দিন আকবর, সহকারী সার্জন ডাঃ সফিকুল ইসলাম।