আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলা পরিষদের বাস্তবায়নে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ জুলাই) উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলামের কাছে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার সহ এসব সুরক্ষা সামগ্রী।
হস্তান্তর করেন। এসময় সুরক্ষা সামগ্রী প্রদান করায় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতনকে ধন্যবাদ জানান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম।