আজ ১৫ই অক্টোবর, ২০২৪, ভোর ৫:৪২

দাগনভূঞায় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত করেন মাওলানা ফয়েজ উল্যাহ ও গীতা পাঠ করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তী।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইস্কান্দর নূরী, বীর মুক্তিযোদ্ধা এম.এ রব, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, দাগনভূঞা একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী মশিউর রহমান আবিদ ও শিক্ষার্থী মুনতাসীর মাহমুদ প্রমুখ। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) মোহাম্মদ জুলফিকার হাসানসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য ও পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ দিনে হানাদার বাহিনীর দোসররা দেশের শিক্ষক , সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। তারা মনে করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এই দেশ দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেওয়া যাবে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। পৈশাচিক সে হত্যাকাণ্ড জাতির জীবনে সৃষ্টি করেছে এক গভীর ক্ষত। তারা আজ বাঙালি জাতির অন্তরে ঘুমিয়ে থেকে দেশকে এগিয়ে নেওয়ার আশির্বাদ করছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও বঙ্গবন্ধুর আদর্শ লালন করার কথা বলেন। এছাড়া বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানান। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১