আজ ১৬ই নভেম্বর, ২০২৪, সকাল ১০:৪৭

দাগনভূঞায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা মঙ্গলবার (১৫ মার্চ) সকালে অফিসার্স ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মোঃ আইনুল হক জিলানী, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন, সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের (প্রভাষক) আবদুর রহীম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন টিপু, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ‘ভোক্তার অধিকার সংরক্ষণে সকলের সোচ্চার হওয়া উচিৎ। বিভিন্নভাবে প্রতিনিয়ত ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে যদি একটু সচেতন হলে, ক্রেতা-বিক্রেতা উভয়ই যেমন উপকৃত হবে তেমনি উপকৃত হবে সমগ্র দেশের মানুষ।’

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০