আজ ১৫ই অক্টোবর, ২০২৪, ভোর ৫:৫৪

দাগনভূঞায় করিম উল্যাহ উচ্চ বিদ্যালয় ভবন উদ্বোধন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের (৪র্থ তলা) বিশিষ্ট ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়।

সভায় করিম উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বিজন বিহারী ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আবদুল আলী, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবুল হোসেন মেম্বার, সাবেক ইউপি সদস্য হারিছ আহমেদ মিজান, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এসময় দাগনভূঞা প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সাংবাদিক এমএম রহমান সোহেল, সাংবাদিক তোতা মিয়া সদস্য, শাখাওয়াত হোসাইন টিপু, দেওয়ান মোঃ ইকবাল ও জিয়াউল হক পিন্টু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০১৯ সালে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নের এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১