আজ ৫ই ডিসেম্বর, ২০২৪, রাত ৩:১৯

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে কুমিল্লা কারাগারে বন্দি মায়েদের শিশুর জন্য খেলনা সামগ্রী ও পোশাক বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের জন্য খেলনা ও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদুল আরেফিন, কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ, জেলার মো. আসাদুর রহমান ও কারাগারের অন্যান্য কর্মকর্তাগণ। এর আগেও তিনি এ কারাগারে চিত্তবিনোদনের লক্ষ্যে স্মার্ট টিভি ও ফ্যান প্রদান করেছিলেন। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বন্দি মায়েদের সঙ্গে কারাগারে যেসব শিশু সন্তানেরা অবস্থান করছে তাদের মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের লক্ষ্যে খেলাধুলার নানা উপকরণ ও পোশাক বিতরণ করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১