আজ ২৭শে জুলাই, ২০২৪, সকাল ৯:০১

তিতাসে স্যালুটিং ডায়েস ও রাস্তা উদ্বোধন করলেন কুমিল্লা পুলিশ সুপার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

হালিম সৈকত, কুমিল্লা।

কুমিল্লার তিতাসে স্যালুটিং ডায়েস ও রাস্তার শুভ উদ্বোধন করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। ১৯ নভেম্বর সকাল ১২ টায় তিতাস থানা প্রাঙ্গণে নব নির্মিত স্যালুটিং ডায়েস এবং থানা গেইট হতে থানা ভবন পর্যন্ত আরসিসি রাস্তার উদ্বোধন করেন তিনি এ সময় তিতাস থানার চৌকস একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

প্রধান অতিথি কুমিল্লার পুলিশ সুপার তিতাসবাসিকে ধন্যবাদ জানান সুষ্ঠভাবে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায়। বিশেষভাবে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সকলকে তিনি আলাদাভাবে ধন্যবাদ দেন।

পরে তিতাস উপজেলার নব নির্বাচিত সকল চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) আফজাল হোসেন, দেবিদ্বার সার্কেল ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুরাদনগর সার্কেল আমির উল্যাহ, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাশ, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।

জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোঃ নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, নব নির্বাচিত ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মোঃ নুর নবী, ৪নং কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম সরকার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান ভূইয়া খোকা, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সাংবাদিক বাবুল আহমেদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আশরাফ প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১