আজ ১৫ই নভেম্বর, ২০২৪, রাত ১২:২৮

টমটম চুরি মামলার ৪ জন আসামী গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মোঃ রফিকুল ইসলাম।

পুলিশ সুপার, ফেনী জনাব খোন্দকার নুরুন্নবী, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকারের তত্বাবধানে এসআই মো: মাহবুব আলম সরকার এসআই মো: ফরহাদুল হক, এএসআই মো: ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ফেনী সদর থানাধীন পাচগাছিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া।
সোনাগাজী মডেল থানার মামলা নং-১৮, তাং-২৮/০৭/২০২১, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর জড়িত আসামী (১) মামুনুর রহমান মামুন (৩২), পিতা-আহসান উল্যাহ, সাং-মধ্যম চরচান্দিয়া (আহসান উল্যাহর নতুন বাড়ি), ৫নং ওয়ার্ড, ৬নং চরচান্দিয়া ইউনিয়ন, থানা-সোনাগাজী, জেলা-ফেনী (২) আক্তার হোসেন (২৩), পিতা-মৃত ফজর আলী।

সাং-বারপাড়া কৃষ্ণপুর (আলী মেম্বারের বাড়ি), ৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, এ/পি মহিপাল (ভাসমান) থানা-ফেনী সদর, জেলা-ফেনী, (৩) মোঃ শিফাত (১৯), পিতা-মোঃ মোস্তফা, সাং-মধ্যম ছাড়াইতকান্দি (বড় সর্দার বাড়ি), ১নং ওয়ার্ড, ৭নং সোনাগাজী ইউনিয়ন, থানা-সোনাগাজী, জেলা-ফেনী এবং কিশোর অপরাধী (৪) ইয়াছিন আরাফাত অয়ন (১৫), পিতা-কামাল উদ্দিন।

সাং-চর এলাহী (পানা উল্যাহ ভূঞা বাড়ি), ৪নং মতিগঞ্জ ইউপি, এ/পি মধ্যম ছাড়াইতকান্দি (বড় সর্দার বাড়ি), ১নং ওয়ার্ড, ৭নং সোনাগাজী ইউপি, থানা-সোনাগাজী, জেলা-ফেনীদেরকে গ্রেফতার পূর্বক অদ্য ২৮/০৭/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০