আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ২:২৯

জেনিথ ইসলামি লাইফ ইন্সুরেন্স মুরাদনগরে সিটি প্রজেক্ট উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মুরাদনগরে জেনিথ ইসলামি লাইফ ইন্সুরেন্স লি: সিটি প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এ প্রজেক্ট উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেনিথের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেনিথের সিনিয়র জেনারেল ম্যানেজার সৈয়দ মাসকুরুল হক, জোনিথের সিটি প্রজেক্টের ম্যানেজার লায়ন কেএম. শহীদ, সিটি প্রজেক্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল ইসলাম প্রমুখ।


এসময় বক্তারা বলেন, বীমা শিল্পে নতুনত্বের অঙ্গীকার নিয়ে নতুন দ্বার উন্মোচনে ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সকে বীমা শিল্পের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে পথচলা শুরু করেছে দেশ প্রজেক্ট। দেশের সেরা ডিজিটাল, অত্যাধুনিক ও ইনোভেটিভ সুবিধা সম্বলিত শতভাগ ইন্সুরেন্স ক্যারিয়ার সহায়ক করতে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১