আজ ১৩ই অক্টোবর, ২০২৪, দুপুর ২:২৭

জুয়ার বোর্ড হতে টাকাসহ ১১ জন আসামী গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

রফিকুল ইসলাম।

পুলিশ সুপার নোয়াখালী নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ)জনাব মোঃ সবজেল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে ডিবির একটি চৌকস টিম অদ্য ২০/০৮/২০২১খ্রিঃ রাত ০১.৩০ ঘটিকার সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন ০৪নং বারগাঁও ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ ভাবিয়া পাড়া সাকিনের মনা মিয়ার নির্মাণাধীন একতলা বিল্ডিং এর দক্ষিণ পশ্চিম কক্ষের ভিতর হইতে।

আসামী ১। মোস্তফা কামাল(৪৭) পিতা-মৃত আব্দুল জব্বর, সাং-ছাতারপাইয়া(আকরাম উদ্দিন বেপারী বাড়ী),০৪নং ওয়ার্ড ২। মোঃ তাজুল ইসলাম,(৫৩) পিতা-মৃত কালু মিয়া সাং-ছাতারপাইয়া(মতিন মেম্বার বাড়ী),০২নং ওয়ার্ড ৩।নুরনবী প্রঃ বসু(৫০)পিতা-মৃত নুর ইসলাম, সাং-ছাতারপাইয়া বড় বাড়ী


০২নং ওয়ার্ড,৪। মোঃ সালাহ উদ্দিন(২৬)পিতা-মোঃ আবুল খায়ের,সাং-ছাতারপাইয়া(তিনের বাড়ী)০৪নং ওয়ার্ড ৫। মোঃ মজিবুল্লা সোহাগ(৩৫), পিতা-মৃত অলি উল্যাহ, সাং-ছাতারপাইয়া বক্সি হাজী বাড়ী০১নং ওয়ার্ড,৬। মোঃ শামীম৪০পিতা-আব্দুল মালেক সাং ছাতারপাইয়া দিঘীর পাড় নতুন বাড়ী ০৪নং ওয়ার্ড৭। মোঃ গিয়াস উদ্দিন২৮ পিতা-ইব্রাহিম সাং ছাতারপাইয়া(দলিল মাষ্টারের বাড়ী)০১নং ওয়ার্ড,৮ আবদুল গফুর(৩৪)পিতা-মৃত মফিজুর।

রহমান,সাং-ছাতারপাইয়া(আবিদ আলী হাজী বাড়ী)০৩নং ওয়ার্ড, ৯। মোঃ জাফর আহমদ(৪৫), পিতা-মৃত আলী হোসেন, সাং-ছাতারপাইয়া(গফুর চেয়ারম্যান বাড়ী)০৩নং ওয়ার্ড, ১০। মোঃ সাখাওয়াত হোসেন পারভেজ(৪৭)পিতা-মৃত গোলাম হোসেন, সাং-ছাতারপাইয়া(পারভেজের নতুন বাড়ী)৩নং ওয়ার্ড, ১১। মোঃ জয়নাল আবেদীন(২৮), পিতা-মৃত ইউনুছ, সাং-ছাতারপাইয়া(চাঁন গাজী মজুমদার বাড়ী)৪নং ওয়ার্ড১২। আনিছুর রহমান(৩৫)পিতা-মৃত আবুল হাশেম।

সাং-ঠনার পাড়(আবুল খায়ের মেম্বার বাড়ী)০৯নং ওয়ার্ড সর্ব ০১নং ছাতারপাইয়া ইউপি থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী এবং জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডেল তাস ও জুয়া বোর্ড হইতে নগদ ১,৬৪,৫০০/-(এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত)টাকা জব্দ তালিকা মুলে জব্দ পূর্বক উল্লেখিত আসামীদেরকে গ্রেফতার করা হয়। এতদ্সংক্রান্তে সোনাইমুড়ী থানার মামলা নং-২১ তাং-২০/০৮/২০২১খ্রিঃ,ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১