আজ ১৫ই অক্টোবর, ২০২৪, রাত ৪:০১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই এই দেশ ও জাতির স্বাধীনতা এসেছে জেলা প্রশাসক

Share on facebook
Share on twitter
Share on linkedin

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই এই দেশ ও জাতির স্বাধীনতা এসেছে জেলা প্রশাস

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কোন প্রতিকৃতি নয় বঙ্গবন্ধু একটি চেতনার নাম। আমাদের মুক্তিযুদ্ধ শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ নয় সেই যুদ্ধ ছিলো স্বাধীনতা এবং মুক্তির চেতনার যুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই এই দেশ ও জাতির স্বাধীনতা এসেছে আমরা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জানাই শোকের মাস আগষ্টের ১৫ তারিখ আমরা জাতির পিতা ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন- আমরা তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আগষ্ট মাসের সকল কর্মসূচি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে পালন করবো।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ১৫ আগষ্ট মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী ও ৮ আগস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানের প্রস্তুতি সভার সভাপতির বক্তব্যে এসব কথা বলেন
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন দেশ ও জাতির শত্রু দূর্বৃত্তরা শোকের মাস আগস্টেই মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা সহ বিভিন্ন সময়ে দেশে নানান নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে আসছে। তাই আপনাদের সকলকে সচেষ্ট থাকতে হবে কারো কাছে কোন দূর্বৃত্তায়নের সংবাদ থাকলেই সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধেয় জানাতেই আমরা আগস্ট মাসের সকল দিবস সমূহ সসম্মানে উদযাপন করব আলোচনা সভায় বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের ব্যক্তিবর্গ শিক্ষক সাংবাদিক সহ নানান শ্রেণী পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১