আজ ২৪শে নভেম্বর, ২০২৪, সকাল ৭:০২

ছিনতাই চক্রের মূলহোতা তিতাসের শ্রমিকলীগ নেত্রীসহ চারজন গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin

হালিম সৈকত তিতাস প্রতিনিধি ।

ছিনতাই চক্রের মূলহোতা তিতাস উপজেলা শ্রমিকলীগের মহিলা সম্পাদিকাসহ কুমিল্লার হোমনায় ৪ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা হলো আঁখি সরকার (২০), স্বামী রাজা মিয়া, সাং পুরান গৌরিপুর, থানা দাউদকান্দি, হাছিনা আক্তার (২৬), স্বামী বিল্লাল হোসেন, সাং আলীরগাও, শিউলী (২০), স্বামী মোঃ নাছির, সাং বৈদ্যারকান্দি ও তাদের মূলহোতা তিতাস উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির মহিলা সম্পাদিকা মৌসুমী (২৫), স্বামী রুবেল, সাং জিয়ারকান্দি সর্ব থানা তিতাস।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ( ৯আগস্ট) শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া তার মেয়ে শারমিনকে নিয়ে ২ লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংক হোমনা শাখায় জমা দিতে যায়। ব্যাংকে ভীর থাকায় জমা না দিয়ে বাড়িতে ফিরে যেতে রওয়ানা হয় এবং হোমনা বাজারের মেঘনা হাসপাতালের সামনের সড়কে মেয়েকে দাড় করিয়ে অটোরিক্সা ডাকতে গেলে নারী ছিনতাই চক্রের সদস্যরা কৌশলে ব্যাগ থেকে টাকা ছিনতাই করে পালাতে চেষ্টা করে। এ সময় ১ লাখ ১২ হাজার টাকা মাটিতে পড়ে যায়।

এসময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন ৩ জন নারী ছিনতাইকারিকে আটক করে এবং তারা টাকা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। এরপর বাকি সদস্যদের সাথে কৌশলে যোগাযোগ করে ছিনিয়ে নেয়া ১ লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা দিলেই আটকদের ছেড়ে দেয়া হবে এমন প্রলোভন দিলে তিতাসের শ্রমিকলীগ সম্পাদিকা মৌসুমী আক্তার ৮০ হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যায়।

এরপর এই ৪ নারী ছিনতাইকারীকে আটকে রেখে থানা পুলিশকে খবর দিয়ে তাদেরকে সোপর্দ করা হয়।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মনু মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে।

এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ সাংবাদিকদের জানান, একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিলো। এদের মধ্যে ৪ জন জনতার হাতে ধরা পড়েছে। ছিনতাইকারীদের কাছ থেকে মনু মিয়ার ১ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে।

নারী ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে একজনের বিরুদ্ধে নানাহ অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার বিষয়টি তিনি শুনছেন বলেও জানান।

এদিকে মৌসুমী নামের তিতাস উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির মহিলা সম্পাদিকা পদ বহিস্কার করা হবে বলে কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিন জানান, বঙ্গুবন্ধুর আদর্শের কমিটিতে সংগঠন বিরুধী কর্মকান্ড করে কেউ পার পাবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ অপকর্ম করে গোপনে-সেটা কমিটি কোনভাবেই দায় নিবে না।

বিভিন্ন সূত্র নিশ্চিত করে, মৌসুমী দীর্ঘদিন ধরেই ছিনতাই ও ভ্রাম্যমাণ ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

জানা যায়, জিয়ারকান্দির এক মাদক সম্রাটের এজেন্ট হয়ে সে তিতাস, হোমনা, মেঘনা ও দাউদকান্দিতে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে থাকে।

পাশাপাশি নানাহ অসামাজিক কার্যকলাপের তথ্যও ছবি সাসাজিক মাধ্যমে তোলপাড় হচ্ছে।

তদন্ত করে তার বিরুদ্ধে সবধরনের আইনী ব্যবস্থারও দাবি জানান সুশীল সমাজ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০