আজ ৪ঠা ডিসেম্বর, ২০২৪, সন্ধ্যা ৭:০২

চান্দিনা উপজেলায় জাতীয় যুবদিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ “এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কুমিল্লার চান্দিনা উপজেলায় জাতীয় যুব দিবস – ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার(১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

উপজেলা নির্বাচন অফিসার মো.আহসান হাবীব এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শাহ আলম, কুমিল্লা জেলা প্রশিক্ষিত আত্মকর্মী যুব সংসদ সাধারণ সম্পাদক, টি,এন,এস এগ্রো ব্যবস্হাপনা পরিচালক ও বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক সফল যুবক মো.সোহেল রানা ইমন।


আলোচনা সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো.মাহবুবর রহমান, চান্দিনা উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্হাপক মো.আনোয়ারুল আজীম,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.এম. রেজাউল বারী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.হাবিবুর রহমান, অফিস সহকারী কাম – কম্পিউটার অপারেটর মো. ইব্রাহিম খলিল সরকার, ক্যাশিয়ার মো.জাহিদ হোসেন সহ যুবপুরুষ ও যুব মহিলা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী চান্দিনা উপজেলার প্রশিক্ষিত যুব পুরুষ ও যুব মহিলাদের আত্মকর্ম সৃজনের লক্ষ্যে ১১ জনকে ৮০ হাজার টাকা করে যুবপুরুষ ও যুবমহিলাদের মাঝে মোট ৮ লাখ টাকা যুব ঋনের চেক বিতরন করেন।

পড়ে প্রধান অতিথি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ব ও বাংলাদেশের যুবশক্তি রচনা প্রতিযোগিতায় ১ম,২য়, ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১