ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩জুন) সকাল ১১টায় চান্দিনা আধুনিক পৌর কমিউনিটি সেন্টারে উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষকদের নিয়ে ওই সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মান্নোয়নে শিক্ষকদের নানবিধ মতামত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এসময় নিজস্ব অর্থায়নে ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগে রাউটার বিতরণ করেন প্রধান অতিথি।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, জেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান, পৌর মেয়র শওকত হোসেন ভুঁইয়া।
সহকারি শিক্ষা অফিসার নুরজাহান আক্তার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, উপজেলার সকল প্রধান শিক্ষকদের পক্ষে মনিরুজ্জামান, উপজেলার সকল সহকারি শিক্ষকদের পক্ষে ফাতেমা আক্তার, অবসর প্রাপ্ত শিক্ষকদের পক্ষে সুলতান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনা (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক।