ইয়াছিন আরাফাত।
কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার অতীশ সরকার,চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি)আরিফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার প্রমুখ।
এসময় নারীর ক্ষমতায়, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ বিষয়ক উদ্ভাবনী নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের লোকদের নিয়ে ৫টি গ্রুপে ৫০জন সদস্যকে ভাগ করে ১০টি উদ্ভাবনা বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ, সুপারিশ প্রণয়ন ও বহুল প্রচারে করণীয় সম্পর্কে লিখিত মতামত প্রদান করা হয়।