আজ ২৮শে নভেম্বর, ২০২৪, রাত ১১:৪৫

চান্দিনায় কম্বাইন হারভেস্টার বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

কুমিল্লার চান্দিনায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকের মাঝে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ওই কৃষি যন্ত্রাংশ বিতরণ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র শওকত হোসেন ভুঁইয়া,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আখলাকুর রহমান জুয়েল, মেটাল এগ্রীটেক লিঃ কুমিল্লা রিজিয়ন এর নির্বাহী মো. আল ইমরান, চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মনিরুল হক রোমেল জানান, এই কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে খুব দ্রুত জমি থেকে এক সাথে ধান কাটা ও মারাই করা হবে। এতে কৃষি খাতে শ্রমিক বাবদ খরচ অর্ধেকেরও কম হবে। প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ওই কম্বাইন হারভেস্টার সরকার অর্ধেক ভর্তুকি দিয়ে কৃষকের মাঝে বিতরণ করেন। উপজেলার সুহিলপুর ইউনিয়নের ওই কৃষক অর্ধেক টাকার মধ্যে এক কালিন কিছু টাকা পরিশোধ করে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০