ইয়াছিন আরাফাত।
“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” এই স্লোগান সামনে নিয়ে কুমিল্লার চান্দিনায় উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৮ মার্চ) বিকেল ৩টায় চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের হলরুমে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় চান্দিনা উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য সচিব হিজবুল বাহার রানা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো.আলফাজ উদ্দিন আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া।
সভায় উপজেলা কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহ্বান জানানো হয়।এছাড়া ইউনিয়ন পর্যায়ে কৃষক লীগের কমিটিগুলো আগামী দিনে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক একেএম রুহুল আমিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আবুল কালাম,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজালাল মিঞা শিপন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.জালাল উদ্দিনসহ কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।