আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪, রাত ৪:৫৬

চান্দিনায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নিতে নির্দেশনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইয়াছিন আরাফাত।

কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় হয়।শনিবার(৬ নভেম্বর) বিকালে প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে ওই বর্ধিত সভা হয়। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের বিজয়ী করতে আহবান জানান বক্তারা। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেন।

সভায় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী।


উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. আলাউদ্দিন আল আজাদ মমতাজ, মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, আহাম্মদ খালেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, নবাবপুর ইউনিয়ন।

আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মাস্টার, কাউন্সিলর আবদুর রব, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জামাল উদ্দিন, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম, কেরনখাল ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০